ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করোনায় পরশুরামের প্রকৌশলীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
করোনায় পরশুরামের প্রকৌশলীর মৃত্যু করোনায় পরশুরামের প্রকৌশলীর মৃত্যু; জানাজা-দাফনে সহযোগিতায় স্বেচ্ছাসেবক টিম

ফেনী: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফেনীর পরশুরাম উপজেলার প্রকৌশলী নুরুল আলম ভূঞাঁ বেলাল।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে তার জানাজা ও দাফনকাজ সম্পন্ন করে পরশুরাম করোনা স্বেচ্ছাসেবক টিম।

প্রকৌশলী নুরুল আলম ভূঞাঁ বেলাল উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রামের মৌলভী নছির আহম্মেদের একমাত্র ছেলে। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা এএম জেড হাসপাতালে মারা যান। মরহুমের মরদেহ ঢাকা থেকে নিজ গ্রামে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

পরশুরাম করোনা স্বেচ্ছাসেবক টিমের সমন্বয়ক ইয়াসিন শরীফ মজুমদার বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুমের জানাজা ও দাফনে সহযোগিতা করতে স্বেচ্ছাসেবক টিম কাজ করে। ’

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এসএইচডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।