ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
নরসিংদীতে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু প্রতীকী

নরসিংদী: নরসিংদী সদর উপজেলায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার শীলমান্দী ইউনিয়নের তুলসীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- শীলমান্দী গ্রামের দেলোয়ার হোসেনের শাহাদাত হোসেন (১১), ও উপজেলার শিবপুর উপজেলার বিবিপাড়া গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে ইউসুফ (১০)। নিহত দুই শিশুই পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, তুলসীপুর গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসে শাহাদাত ও ইউসুফ। শনিবার বিকেলে শিশু দুটি পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

শেখের চর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ চৌধুরী বাংলানিউজকে জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।