ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করোনায় মারা গেলেন সাবেক এমপি তোয়াবুর

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
করোনায় মারা গেলেন সাবেক এমপি তোয়াবুর

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার সাবেক সংসদ সদস্য (এমপি) তোয়াবুর রহিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল মিয়া বাংলানিউজকে বলেন, শুক্রবার (১ জানুয়ারি) ভোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মৌলভীবাজার জেলার সাবেক এমপি ও প্রবীণ রাজনীতিবিদ তোয়াবুর রহিম।

তিনি করোনা আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল একশ' বছরের ওপরে।

তিনি বলেন, তোয়াবুর রহিম ছিলেন রাজনগর ও কমলগঞ্জ থেকে নির্বাচিত বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য। তার গ্রামের বাড়ি রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামে। তিনি ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা এবং মুক্তিযুদ্ধের সংগঠক।  

বর্ষিয়ান প্রবীণ এই এমপি বক্তিগত জীবনে পরোপকারী, সদালাপি ও বিনয়ী ছিলেন বলেও জানান ভাইস চেয়ারম্যান আলাল।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
বিবিবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।