ঢাকা: কাতার যাওয়ার ব্যবস্থা করার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আবারও বিক্ষোভ করেছেন দেশে আটকে পড়া কাতার প্রবাসীরা। সমস্যা সমাধানে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
তারা বলেন, করোনার কারণে দীর্ঘ ১০ থেকে ১২ মাসের বেশি সময় ধরে দেশে আটকে আছেন। এর মধ্যে ৯৮ শতাংশ লোকের কাতার আইডি ডেট এক্সপায়ার হয়ে গেছে।
প্রবাসীরা বলেন, রেমিটেন্স যোদ্ধাদের জন্য বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। আপ-ডাউন টিকিটও আছে তারপরও আমরা কাতারে ফিরে যেতে পারছি না। আমরা পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে আছি।
তারা বলেন, এক্সপ্রেশনাল রি-এন্ট্রি পারমিটের কারণে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, নেপাল ফিলিপাইনের সব লোক চলে গেছে। আমরা যারা করোনার কারণে ছুটিতে বাংলাদেশে এসেছি আমাদের যেভাবে এন্ট্রি পারমিট দিচ্ছে তাহলে পারমিট পেতে দুই থেকে তিন বছর লেগে যাবে। কাতার থেকে গত ২৯ ডিসেম্বরের পর যারা বাংলাদেশে ছুটিতে এসেছেন কিংবা আসবেন তাদের এক্সপ্রেশনাল এন্ট্রি পারমিট অটোমেটিক হয়ে যাচ্ছে। আমরা যারা গত ২৯ ডিসেম্বরের আগে বাংলাদেশে এসেছি তাদের কাতার গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যার যার কোম্পানির অ্যাপ্লিকেশন করতে হবে। আমাদের কাছে কোম্পানির নম্বর নেই, আমাদের নম্বরও তাদের কাছে নেই। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমরা আবার কাতার ফিরে যেতে পারি। তাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এমএমআই/আরবি