কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ১১ ইটভাটাকে ৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৫ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান।
অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. আবু সাঈদ, সিনিয়র কেমিস্ট কাজী সুমনসহ জেলা পুলিশ সদস্যরা।
ওই অধিদপ্তর সূত্র জানায়, দিনব্যাপী পাকুন্দিয়ার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) লঙ্ঘন করে ইট পোড়ানো কার্যক্রম পরিচালনা করার দায়ে নিশ্চিন্তপুর এলাকার মেসার্স লাকী অ্যান্ড উজ্জল অটো ব্রিকসকে ৫০ হাজার, আদিত্যপাশা এলাকার মেসার্স এইচএমবি ব্রিকসকে ৫০ হাজার, পশ্চিম আতকাপাড়া এলাকার মেসার্স দি নিউ ব্রিকসকে ২০ হাজার, আঙ্গিয়াদি এলাকার মেসার্স রাব্বি ব্রিকস ফিল্ডকে ১ লাখ, জামালপুর-মঠখোলা এলাকার মেসার্স আতিক ব্রিকস ও এবিএম ব্রিকসকে ১ লাখ করে ২ লাখ, মজিতপুর-বাহাদিয়া এলাকার মেসার্স এমআরএম ব্রিকসকে ২০ হাজার, খামা-মঠখোলা এলাকার মেসার্স একতা ব্রিকস ম্যানুফ্যাকচারকে ৫০ হাজার, পাটুয়াভাঙ্গা এলাকার মেসার্স নিশাত ব্রিকস ফিল্ডকে ১ লাখ, আশুতিয়া-কোদালিয়া এলাকার মেসার্স অনাদি অ্যান্ড নৌশি ব্রিকসকে ৫০ হাজার ও চিলাকাড়া এলাকার মেসার্স আমানত ব্রিকসকে ১ লাখসহ মোট ৭ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান।
জনস্বার্থে পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবৈধ ইটভাটা সমূহের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পক্ষ থেকে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এসআরএস