বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে বিক্রয় ও আহরণ নিষিদ্ধ কচ্ছপ বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (০৬ জানুয়ারি) বিকেলে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চিতলমারী উপজেলার দড়ি উমাজুরি গ্রামে নলিণ হীরার ছেলে বকুল হীরা (৫০) ও খাসেরহাট গ্রামের হরিবর হালদারের ছেলে সুভাষ হালদার (৬৫)। আটকরা দীর্ঘদিন ধরে কচ্ছপ আহরণ ও ক্রয় বিক্রয় করে আসছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী কচ্ছপ আহরণ ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। তারপরও অসাধু কিছু লোক কচ্ছপ আহরণ করে বাজারজাত করছে এমন সংবাদের ভিত্তিতে প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে ৩৯টি কচ্ছপসহ দুইজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার কচ্ছপগুলোকে মধুমতি নদীসহ বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
আরএ