মাগুরা: মাগুরা সদরের ইছাখাদা বাজারে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ৩০ লাখ টাকার লোকসান হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
শুক্রবার (০৮ জানুয়ারি) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় নড়িহাটি গ্রামের বাসিন্দা রাকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়। এ অবস্থায় স্থানীয়রা মাগুরা ফায়ার স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিট চেষ্টার পর আগুন নেভায়। কিন্তু ততক্ষণে বাজারের বিশ্বাস ট্রেডার্স, সৌরভ ট্রেডার্স ও মির্জাপুর ফার্মেসি নামে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই তিন ব্যবসা প্রতিষ্ঠানে কমপক্ষে ৩০ লাখ টাকার লোকসান হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এসআরএস