ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কম্বল পাঠাতে চেয়ে ভারতীয় হাইকমিশনারকে ফের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
কম্বল পাঠাতে চেয়ে ভারতীয় হাইকমিশনারকে ফের চিঠি

ঢাকা: ভারতের দিল্লির শীতার্ত কৃষকদের জন্য কম্বল পাঠাতে চেয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বরাবর আবারো চিঠি দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

রোববার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বারিধারায় ভারতীয় হাইকমিশন অফিসে চিঠি পৌঁছে দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

এর আগে গত ২৪ ডিসেম্বর গণস্বাস্থ্য কেন্দ্র দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য কম্বল পাঠাতে চেয়ে চিঠি দিয়েছিল। সে চিঠির কোনো উত্তর না পাওয়ায় আজ আবার চিঠি দেওয়া হয়।

আজকের চিঠিতে বলা হয়, ২৪ ডিসেম্বর ২০২০ তারিখের সংযুক্ত পত্রের পরিপ্রেক্ষিতে আমরা এখনো কোনো সাড়া পাইনি। দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য হাতে বোনা দুই হাজার কম্বল গ্রহণের জন্য দয়া করে আমাদের একটি তারিখ দিয়ে বাধিত করবেন। আমরা অত্যন্ত ব্যথিত যে, শীতে ইতোমধ্যে ৪৪ জন কৃষক মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি।

আপনার সুবিধাজনক যেকোনো তারিখে দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য আমাদের আন্তরিক উপহার গ্রহণ করলে কৃতার্থ হবো।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।