নাটোর: ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রি করার দায়ে নাটোরের গুরুদাসপুর উপজেলায় তিন জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫ নাটোর ক্যাম্প।
জরিমানাপ্রাপ্ত তিনজন হলেন- মো. মোক্তার শাহ (৪৫), মো. আব্দুর রহিম ওরফে সুজন (২৭) ও মো. আল-আমিন সোনা (৩৫)। এরা সবাই একই উপজেলার চাঁচকৈর পুরানপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের শনিবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুরের চাঁচকৈর বাজার এলাকায় অভিযান চালিয়ে ভেজাল গুড় প্রস্তুতের সময় ওই তিন জনকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ২৫ হাজার কেজি ভেজাল গুড়, ৫ কেজি হাইড্রোজ, ১০ হাজার পিস গুড় তৈরির প্লাস্টিকের বাটি, ৫০টি গুড় তৈরির সিলভারের পাতিল, ২০০ কেজি ময়দা ও ১ হাজার পিস মাটির বাটি জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা অপরাধ স্বীকার করলে বিচারক গুরুদাসপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দ আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাসুদ রানা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এসআরএস