ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
মাটিরাঙ্গায় দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ মাটিরাঙ্গায় দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: সেনাবাহিনীর খাগড়াছড়ির জেলার গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে দেশ প্রেম, দেশ রক্ষা ও জনগণের সেবা করা। ১৯৭২ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবতর্ন করেছেন।

এই মহান দিনে অসহায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) সকালে মাটিরাঙ্গা সরকারি হাই স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল নওরোজ নিকোশিয়ার, নবাগত জোন অধিনায়ক মোহাম্মদ মোহসীন হাসান, রিজিয়নের জি.টু.আই মেজর মঈনুল আলম প্রমুখ। উপজেলার অন্তত ৪০০ মানুষ কম্বল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।