ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারত অনন্য সম্পর্ক উপভোগ করছে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
বাংলাদেশ-ভারত অনন্য সম্পর্ক উপভোগ করছে

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশে ফেরার পথে দিল্লিতে যাত্রাবিরতিকালে উল্লসিত জনতার সামনে যে বক্তব্য রেখেছিলেন, তার মধ্য দিয়েই বাংলাদেশ-ভারতের অনন্য সম্পর্কের ভিত রচিত হয়। সেই অনন্য সম্পর্ক দুই দেশ এখন উপভোগ করছে।

 

রোববার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দিল্লির বাংলাদেশ হাইকমিশন আয়োজিত আলোচনা সভায় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান একথা বলেন।

মুহাম্মদ ইমরান বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদানও স্মরণ করেন।

আলোচনায় অংশ নেন ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী এবং সৌম্য বন্দ্যোপাধ্যায়। তারা দু'জন বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো বাড়াতে গুরুত্বারোপ করেন। আলোচনায় আরো বক্তব্য রাখেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার ফরিদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।