চাঁদপুর: মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে খাস জমি বন্দোবস্ত দিয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে পুনর্বাসন করার কার্যক্রম চলছে চাঁদপুরে।
এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ জানুয়ারি উপকারভোগী পরিবারগুলোর মধ্যে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।
অন্যান্য উপজেলার মতো চাঁদপুর জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের গুচ্ছগ্রামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪০টি ঘর আগামী ২০ জানুয়ারি উপকারভোগীদের কাছে বন্দোবস্ত দেওয়া হবে।
রোববার (১০ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ এসব ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন। দ্রুত ও মানস্মতভাবে ঘরগুলো তৈরীর জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শনাকলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীম চন্দ্র বণিক, চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী (কর্মকর্তা) সানজিদা শাহনাজ, চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসাইন সজীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এসআই