ঢাকা: ইয়েমেনের হুতি কোস্টগার্ড বাহিনীর কাছে আটক ৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, ৫ বাংলাদেশি ওমান থেকে সৌদি আরবে যাওয়ার পথে গত ১৪ ফেব্রুয়ারি লোহিত সাগরে প্রাকৃতিক দুর্যোগে পড়ে ইয়েমেনের হুতি কোস্টগার্ড বাহিনীর কাছে আটক হন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়, কুয়েত, জর্ডান ও ওমানের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তারা মুক্তি পান।
ইয়েমেনে আটক এ ৫ বাংলাদেশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় রোববার বাংলাদেশে পৌঁছেছেন। এর আগে গত ৩০ ডিসেম্বর ইয়েমেন থেকে আরও দুই বাংলাদেশিকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
টিআর/ওএইচ/