চাঁপাইনবাবগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, চাঁপাইনবাবগঞ্জে রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে তাঁতীদের সহায়তাসহ সব সমস্যার সমাধান করা হবে। এছাড়া তারা যেন আবারও রেশম কাপড়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারে সেজন্য ঋণের ব্যবস্থাসহ কারিগরি সহায়তা দেওয়া হবে।
সোমবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লাহারপুর তাঁতীপাড়ায় তাঁতী, রিলার ও বসনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমরা চীনে যেতাম সেখানে দেখতাম তাদের মজুরি আমাদের বাংলাদেশের শ্রমিকদের মজুরির চেয়ে অনেক বেশি। চায়না কোন প্রযুক্তি ব্যবহার করে রেশম উৎপন্ন করে তা আমাদের দেখতে হবে। সরকারের সর্বোচ্চ কর দিয়ে রেশম শিল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারপরেও আমরা কিন্তু রেশম শিল্পের উন্নয়ন করতে পারছি না। না পারার কারণগুলো আমাদের খুঁজে দেখতে হবে এবং তার নিরাময় খুঁজে তাঁত শিল্পের উন্নয়ন করতে হবে।
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বেশি রেশম উৎপন্ন হয়। আমার মনে হয় না সরকারের খুব বেশি অর্থ ব্যয় করে উন্নয়ন করতে হবে যাতে করে রাজশাহী সিল্ক টিকে থাকে। রাজশাহী সিল্ক বাংলাদেশের ঐতিহ্য। শুধু রেশমই নয় তাঁত শিল্প বাঙালির একটি ঐতিহ্য। আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে চাই।
তিনি আরও বলেন, জামায়াত-বিএনপি আমলে চাঁপাইনবাবগঞ্জের রেশম শিল্পের ধস নামতে শুরু করে। এখন বর্তমান সরকার সে ধস থেকে এ শিল্পকে টেনে তুলছে।
একজন তাঁতীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় জানান, আওয়ামী লীগ সরকার মানুষের উন্নয়নে রাজনীতি করে তাই যেখানে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে সরকার সেখানেই কাজ করবে। তাঁত তথা রেশম শিল্পকে বাঁচাতে প্রয়োজনে চাষিদের আরও ঋণ দেওয়া হবে। বিভিন্ন সমস্যা চিহ্নিত করে রেশম চাষ ও কাপড়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে তাঁতীদের সবার্ত্মক সহায়তা করা হবে।
এর আগে জেলার তাঁত, রিলার ও বসনী সমিতির পক্ষ থেকে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে একটি স্মারকলিপি দেওয়া হয়।
পরে বস্ত্র ও পাট মন্ত্রী হরিনগর রেশম কারখানা পরিদর্শন ও তাঁতীদের সঙ্গে মতবিনিময় করেন।
রেশম বোর্ডের মহাপরিচালক আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-তাঁতী বোর্ডের সদস্য ফজলে হোসেন বাদশা এমপি, সচিব লোকমান হোসেন, চেয়ারম্যান শাহ্ আলম, যুগ্ম সচিব মো. অলিউল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ প্রমুখ।
এসময় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ, পুলিশ সুপার এইচএম আব্দুর রকিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
আরএ