ঢাকা: সারাদেশে ৬৮টি কারাগারে সকল বন্দিকে করোনা টিকা দেওয়ার প্রক্রিয়া নিয়ে কাজ করছে কারা অধিদপ্তর। কারা অধিদপ্তর বলছে সরকারের নিয়ম মেনেই সব কাজ করা হবে।
ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের করোনা ভাইরাসের টিকা চলতি জানুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে আসবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি একথা সাংবাদিকদের জানান।
সোমবার (১১ জানুয়ারি) রাতে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন-এর সঙ্গে এ বিষয়ে কথা হয়।
তিনি জানান, সারা দেশে ৬৮টি কারাগারে আনুমানিক ৮৪ থেকে ৮৫ হাজার বন্দি আছে। প্রতিদিনই সংখ্যা আপ ডাউন হয়। তিনি আরো জানান, সরকার যেহেতু সকলের জন্য ধাপে ধাপে করোনার টিকা ব্যবস্থা করছে। বন্দিদের কীভাবে করোনা টিকা দেওয়া যায় এ বিষয় নিয়ে কারা অধিদপ্তর মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবে।
তিনি জানান, সরকার যখনই চাইবে নিয়মানুযায়ী সকল বন্দিকে করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এজেডএস/এমকেআর