ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিক মিজানুর রহমানের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
সাংবাদিক মিজানুর রহমানের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক

ঢাকা: বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলো’র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছে মন্ত্রী, প্রতিমন্ত্রীরা।

সোমবার (১১ জানুয়ারি) এক শোক বার্তায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মৎস্য ও প্রাণীসস্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এই প্রয়াত বরেণ্য সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

শোকবার্তায় মন্ত্রীরা বলেন প্রয়াত মিজানুর রহমান বর্ণাঢ্য কর্মজীবনে সাংবাদিকতার পাশাপাশি মেধাবী লেখক ছিলেন। তার গ্রন্থগুলো মানুষকে সংবিধান ও সরকার সম্পর্কে জানতে আগ্রহী করেছে। মিজানুর রহমান খান তার সাবলীল, বিশ্লেষণী লেখনী ও কথনের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।

প্রতিমন্ত্রীদের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম প্রায়ত মিজানুর রহমান খানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ৫৩ বছর বয়সে মিজানুর রহমান ইন্তেকাল করেন। তিনি বরিশালের বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। মিজানুর রহমান খান সর্বশেষ প্রথম আলো’র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি হিসেবেসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ‘সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক’, ‘১৯৭১: আমেরিকার গোপন দলিল’ প্রভৃতি তার উল্লেখযোগ্য গ্রন্থাবলীর অন্যতম।

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
জিসিজি/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।