ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপ্তাই সার্কেল পুলিশের ব্যারাকে আগুন, পুড়েছে ৩টি ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
কাপ্তাই সার্কেল পুলিশের ব্যারাকে আগুন, পুড়েছে ৩টি ঘর

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই সার্কেল পুলিশের ব্যারাকে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়েছে। সোমবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

পরে ব্যারাকের গ্যাস সিলিণ্ডার বিষ্ফোরিত হওয়ায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে তিনটি ঘর ভষ্মীভূত হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আধা ঘণ্টা যৌথভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বাংলাদেশ নৌ বাহিনীর কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির ফায়ার সার্ভিস ইউনিট।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার এবং কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল আনসারি জানান, বিদ্যুৎ এর শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত্র হতে পারে। তবে কোন পুলিশ সদস্য আহত হয়নি। ক্ষয় ক্ষতির পরিমাণ নিরূপন করা যায়নি।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।