ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিংগাইরে মেছো বাঘের হামলায় আহত দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
সিংগাইরে মেছো বাঘের হামলায় আহত দুই মেছো বাঘ (ফাইল ছবি)

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে বলধারা ইউনিয়নের জৈল্ল্যা এলাকায় মেছো বাঘের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্ল্যা গ্রামে এ ঘটনা ঘটে।

 

মেছো বাঘকে ধরার সময় এই হামলার শিকার হন আয়ুব আলী (৪৫) ও আব্দুর রহিম (৪৬) নামের দুই ব্যক্তি।

জানা যায়, মেছো বাঘের বিষয়টি জানানো হয় থানা পুলিশ এবং বন ও পরিবেশ কর্মকর্তাদেরও। পুলিশের উপস্থিতিতে গ্রামবাসী জাল ও বস্তা নিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে বাঘটি ধরতে সক্ষম হন। এসময় বাঘের হামলায় দুইজন আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে গ্রামবাসী বাঘটিকে বস্তায় ভরে থানায় নিয়ে যান। কিন্তু থানায় নিয়ে দেখেন বস্তার ভেতরেই বাঘটি মারা গেছে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, জৈল্ল্যা গ্রামের মৃত জয়নাল মেম্বারের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে বাসা বেঁধে ছিলো মেছো বাঘটি। সোমবার বিকালে শ্রমিকরা ওই ঘর ভাঙ্গার সময় বাঘটি দেখতে পান। পরে স্থানীয়রা বাঘ যাতে ঘর থেকে বের হতে না পারে এজন্য চারপাশ আটকিয়ে দেয়। মুহুর্তেই এই খবর ছড়িয়ে পড়লে গ্রামের শত শত মানুষ এসে ওই বাড়িতে জড়ো হন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান বাংলানিউজকে বলেন, মেছো বাঘটি মারা গেছে এবং মৃত বাঘটি বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।