মেহেরপুর: মুদি দোকানে গোপনে গাঁজা বিক্রির অপরাধে সালেহা খাতুন নামের একজন নারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ জানুয়ারি) দিবাগত সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মহাজনপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম।
সালেহার খাতুন মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের ওয়াশিম আলমের স্ত্রী। এ ঘটনার পর সালেহার স্বামী ওয়াশিম আলম পালিয়ে যায়।
ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, ছালেহা খাতুন মুদি দোকানের আড়ালে গাঁজা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময়ে সালেহার দোকানে ১৪০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাকে আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তিতে বাড়িতে তল্লাশী চালিয়ে আরও ৫ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনি এই গাঁজা ভারত থেকে কিনে এনে নিজ দোকানে বিক্রি করেন বলে ভ্রাম্যমাণ আদালতের নিকট স্বীকারোক্তি দেন।
বাংলাদেশ সময়: ০৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এমকেআর