ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেসবুকে মেয়র তাপসের নামে প্রতারণা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
ফেসবুকে মেয়র তাপসের নামে প্রতারণা, গ্রেফতার ২

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক ভুয়া আইডি ব্যবহার করে নিজেকে মেয়র পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম।

গ্রেফতার দুই প্রতারক হলেন-জাকারিয়া ও একরামুল হক ওরফে রাজু।

অভিযানে তাদের কাছ থেকে একটি স্মার্টফোন ও টাকা লেনদেন করার কাজে ব্যবহৃত একটি অ্যাকাউন্ট নাম্বারের সিম উদ্ধার করা হয়।  

গ্রেফতার দুই প্রতারক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের (Shekh Fazle Noor Taposh) নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষদের সঙ্গে এই প্রতারণা করে আসছিলো।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে ডিএমপির গোয়েন্দা পুলিশ কার্যালয়ের গেটে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় সোমবার রাতে ঢাকার গাজীপুর ও রংপুর জেলায় অভিযান চালিয়ে প্রতারক জাকারিয়া ও একরামুলকে গ্রেফতার করি। এ বিষয়ে গত ১ জানুয়ারি রাজধানীর শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ডিএসসিসির মেয়রের ব্যক্তিগত সহকারী নাছিরুল হাসান সজীব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, গ্রেফতার জাকারিয়া মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া একটি ফেসবুক আইডি খুলে। সেখানে নিজেকে মেয়র বলে পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। যারা তার প্রলোভনের ফাঁদে পা দিয়েছে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। আর এই টাকা সংগ্রহের কাজ করতো জাকারিয়ার সহযোগী একরামুল হক। টাকা সংগ্রহের কাজে ব্যবহৃত বিকাশ সিমটি ছিলো একরামুলের নামে রেজিস্ট্রি করা।

তিনি আরও বলেন, গ্রেফতার দুই প্রতারকের মধ্যে জাকারিয়া এইচএসসি পাস এবং একরামুল নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বলে জিজ্ঞাসাবাদে তারা জানায়। খুব বেশি শিক্ষিত না হলেও তারা প্রতারণা করাতে খুব পটু।

দুই প্রতারকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিবির অতিরিক্ত কমিশনার।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা জানুয়ারি ১২, ২০২১
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।