ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিমান বাহিনীর ক্যাজুয়ালটি ইভাকুয়েশন মহড়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
বিমান বাহিনীর ক্যাজুয়ালটি ইভাকুয়েশন মহড়া

ঢাকা: কুর্মিটোলার বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অনুষ্ঠিত হয়েছে ক্যাজুয়ালটি ইভাকুয়েশন মহড়া। একই সঙ্গে বিমান বাহিনীর প্রথম অ্যারোমেডিকেল ইভাকুয়েশন কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমান বাহিনী ঘাঁটিতে এ ক্যাজুয়ালটি ইভাকুয়েশন মহড়া এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাজুয়ালটি ইভাকুয়েশন মহড়া পর্যবেক্ষণ করেন এবং কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও বিমানসেনাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেন, আজ থেকে বাংলাদেশ বিমান বাহিনীতে অ্যারোমেডিকেল ইভাকুয়েশন টিমের মতো একটি প্রশিক্ষিত দল অন্তর্ভুক্ত হলো, যা বাংলাদেশ বিমান বাহিনীর চিকিৎসা সেবায় মুমূর্ষু রোগী স্থানান্তরের ক্ষেত্রে দেশে ও প্রয়োজন বোধে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

বাংলাদেশ বিমান বাহিনীর দুজন জন কর্মকর্তা এবং ১৩ জন বিমানসেনা এ কোর্সের সনদপত্র অর্জন করেন।

অনুষ্ঠানে অ্যারোমেডিকেল ইনস্টিটিউটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন শরমীন শিরীন এই কোসের্র সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেনসহ সহকারী বিমান বাহিনী প্রধান, সামরিক চিকিৎসা মহাপরিদপ্তরের মহাপরিচালক এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।