ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে হত্যা মামলায় বৃদ্ধা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
যশোরে হত্যা মামলায় বৃদ্ধা গ্রেফতার

যশোর: যশোর সদর উপজেলায় বেনোয়ালা বেগম হত্যা মামলায় ছবিরোন বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান তাকে আদালতে সোপর্দ করেন।

গ্রেফতার ছবিরোন সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মৃত ইশারত বিশ্বাসের স্ত্রী। এর আগে গত ১২ জানুয়ারি রাতে যশোরের কোতোয়ালি মডেল থানায় বেনোয়ালা বেগমের ছেলে বিপুল বিশ্বাস বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে  মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের বিপুল বিশ্বাসের প্রতিবেশী সেলিম, আবেদা এবং ছবিরোন বেগমের সঙ্গে তাদের পূর্ব বিরোধ চলছিল। এরই জেরে গত ১১ জানুয়ারি রাত ১১টার দিকে  আসামিরা বিপুলর মা বেনোয়ালাকে ইট দিয়ে মাথায় ও বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ওই মামলার আসামি ছবিরোনকে আটকের পর বুধবারে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

যশোরের কোতোয়ালি মডেল থানার এসআই জাহিদুর রহমান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।