গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে প্রতিমন্ত্রী ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির পিতা ও ৭৫ এর ১৫ আগস্ট শহীদ তার পরিবারের সদ্যস্যদের রূহের মাগফিরাত কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
এরপর প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লেখে স্বাক্ষর করেন। পরে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সমাধিসৌধ কমপ্লেক্সের পাশে হেলিপ্যাড এলাকায় হেলিপ্যাড সম্প্রসারণ, সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ওয়াহেদ উদ্দিন চৌধুরী, প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওসমান গনি, পাউবো গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফাইজুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌরসভার নব-নির্বাচিত মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৫৪ জানুয়ারি ১৪, ২০২১
এনটি