ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে: শাজাহান খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে: শাজাহান খান

মাদারীপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষ ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। এ লক্ষ্যেই গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে গ্রাম পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে মাদারীপুর সদর উপজেলার কলপদ্দি চৌরাস্তায় ডায়াবেটিক হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, জনসংখ্যাকে যদি জনবলে রূপান্তর করা না যায় তাহলে বড় বড় বিল্ডিং তৈরি করে কোনো লাভ নেই। সুতরাং জনবলের দিকে গুরুত্ব দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দক্ষ জনবল তৈরিসহ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে।

গণপূর্ত বিভাগের গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়েরের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর ডায়বেটিক হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক বিশ্বজিৎ বৈদ্য, তত্ত্বাবধায়ক প্রকৌশলী গণপূর্ত (সার্কেল গোপালগঞ্জ) মশিউর রহমান, মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুন, মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, মাদারীপুর সিভিল সার্জন সফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।