ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সংস্করণ কাজ শুরু হয়েছে সাভারের সেই সেতুতে

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
সংস্করণ কাজ শুরু হয়েছে সাভারের সেই সেতুতে

সাভার (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুরে ফাটল ধরে দেবে যাওয়া সেই সেতুতে সংস্কার কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুর থেকে সংস্কার কাজ শুরু হয়।

সংস্কার কাজ পরিদর্শনে এসে সড়ক ও জনপথ বিভাগ তত্ত্বাবধায়ক প্রকৌশলী আতাউর রহমান বলেন, সেতুটির বয়স ৭০ বছরের বেশি হয়ে গেছে। সেতুটির গার্ডারে (ভিম) সামান্য ক্রেক পড়েছে। সেতুটির যেনো কোনো ক্ষতি না হয় সেজন্য যানবাহন বন্ধ রাখা হয়। আমাদের কর্মকর্তারা ইতোমধ্যে তিনবার পরিদর্শন করেছে। আমাদের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিদর্শনে আমরা দেখেছি, বর্তমানে সেতুটি যে অবস্থায় রয়েছে তা সংস্কার করে পুনরায় যানবাহন চলাচলের মতো ব্যবস্থা করতে পারবো। সেজন্য আমরা বিষয়টি নিয়ে একাধিক মিটিং করেছি। আমরা চেষ্টা করবো দ্রুত সেতুটি যানচলারের জন্য উন্মুক্ত করে দেওয়ার।

‘কতোদিনের ভেতর সেতুটি সচল হবে?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যে আমরা শেষ করতে পারবো। ডেনমার্কের বিশেষজ্ঞ দল এসে সেতুটি পরিদর্শন করবে। তারা সেতুটির সংস্কার কাজ করবে। সংস্করণ করার জন্য সে জিনিসপত্র দরকার তা আনা হচ্ছে। যেহতু এটা দেশের একটি প্রধান সড়ক সেহতু সড়ক ও জনপথের একটি ভাবমূর্তির বিষয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, পুলিশ প্রসাশন সবসময় মহাসড়ক যানজট মুক্ত রাখতে কাজ করছে।

ঢাকা-আরিচা মহাসড়কটিতে মূলত চার লেনে যান চলাচল করে। ব্রিজের ওই অংশে ঢাকামুখী দুটি লেন বন্ধ থাকায় এখন যানবাহন দুটি লেন দিয়ে চলাচল করছে। এ কারণে ব্রিজ এলাকা থেকে মহাসড়কের উভয় পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকায় সবসময় যানজট লেগেই আছে। যাত্রীদের ঘণ্টাব্যাপী মহসড়কের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

>>>দুই লেনে বন্ধ গাড়ি, হেঁটেই গন্তব্যে পাড়ি

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।