ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর পৌরসভার মেয়রের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
সৈয়দপুর পৌরসভার মেয়রের দাফন সম্পন্ন মো. আমজাদ হোসেন সরকারের জানাজা। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার চারবার নির্বাচিত মেয়র বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক, সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকারের দাফন সম্পন্ন হয়েছে।  

শুক্রবার (১৫ জানুয়ারি) বাদ জুমা শহরের পাটোয়ারীপাড়ায় লাখো মানুষের উপস্থিতিতে জানাজা নামাজ শেষে মায়ের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

জানাজা নামাজ পূর্ব অনুষ্ঠানে তার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল  ইসলাম আলমগীর, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, নীলফামারী-৪ (সৈয়দপুর--কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি  দেওয়ান কামাল আহমেদ, পার্বতীপুর পৌরসভার মেয়র এ জেড এম মিনহাজুল হক, মেয়রের ছোট ভাই হাজী রশিদুল হক সরকার, উপজেলা জাপার আহ্বায়ক সিদ্দিকুল আলম, সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী, আকতারুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির এই নেতার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে যা সহজে পূরণ হবার নয়। আমজাদ হোসেন সরকার একজন নিবেদিত প্রাণ মানুষ ছিলেন।
 
এর আগে পৌর মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকারের মরদেহ সৈয়দপুর পৌরসভা ও বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা কার্যালয়ে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য রাখা হয়।  বিশিষ্ট কন্ঠশিল্পী ও সৈয়দপুরের কৃতি সন্তান বেবী নাজনীন আমেরিকা থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

গত বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার ইন্তেকাল করেন।  

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।