গাইবান্ধা: গাইবান্ধা পৌরসভা নির্বাচনে কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর-আগুন ও ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায়
পুলিশ ও র্যাবের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
রোববার (১৭ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, র্যাব-১৩ ক্যাম্পের উপ-পরির্দশক (এসআই) মোসলেম উদ্দিন বাদী হয়ে একটি ও সদর থানার উপ পরিদর্শক (এসআই) মোক্তাদির রহমান বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন।
মামলায় স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার-উল সরোয়ারসহ ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে গ্রেফতার আতঙ্কে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া পুরুষ শূন্য হয়ে পড়েছে। এলাকায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।
এর আগে, শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কোমরনই কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা কালে স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার-উল সরোয়ারের কর্মী-সমর্থকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় দুপক্ষের সংঘর্ষ চলাকালে র্যাব-পুলিশের চারটি গাড়ি ভাঙচুরসহ পুলিশের রিকুইজিশন করা একটি লেগুনাতে আগুন দেয়। হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত পাঁচ জনসহ অন্তত ২০/২৫ জন আহত হন।
পরে শর্টগানের গুলি ছুড়ে রাত ৮টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
আরএ