টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে বিচ্ছিন্ন হয়ে গেছে মোটরসাইকেল চালকের ডান পা। রোববার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার নাগরপুর-মেঘনা সড়কের পানান বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাটুরিয়া উপজেলার ছোনকা গ্রামের মৃত বুঝরত আলীর ছেলে ফারুকের (৩৮) ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ফাতেমা তুজ জোহরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন।
এ ঘটনায় অটোভ্যান চালক পাবনা চরনাকালিয়া উপজেলার বেড়া নাকালিয়া গ্রামের মুরতুজ শেখের ছেলে হেলালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেল চালক ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অপরদিকে অটোভ্যান চালক ভাঙারি মালামাল ও পুরাতন লোহা, টিন ইত্যাদি গ্রামের বিভিন্ন বাড়ি থেকে ক্রয় করে উপজেলা শহরে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। দুপুরে ছোনকাগামী মোটরসাইকেলের সঙ্গে মেঘনা থেকে নাগরপুরগামী অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এদের দুজনেই নিজ নিজ কাজের সন্ধানে যাচ্ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
আরএ