ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কর্মকর্তাদের নেতিবাচক মনোভাবে এখনও কার্যকর হয়নি উপজেলা পরিষদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
কর্মকর্তাদের নেতিবাচক মনোভাবে এখনও কার্যকর হয়নি উপজেলা পরিষদ মতবিনিময়সভা। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: বাংলাদেশের সংবিধান ও আইনের নির্দেশনা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পুনঃ পুনঃ প্রজ্ঞাপনকে প্রায় এক যুগেও কতিপয় কর্মকর্তাদের নেতিবাচক মনোভাবের কারণে উপজেলা পরিষদ কার্যকর করা হয় নাই বলে দাবি করেছেন উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশন।  

স্থানীয় সরকার মন্ত্রণালয় জারিকৃত সব নির্দেশনাবলী উপেক্ষা করে ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় কর্তৃক ইমডেমনিটি অধ্যাদেশের মতো সাংঘর্ষিক ও অসামজ্ঞস্য পরিপত্র এর প্রধান অন্তরায়।

রোববার (১৭ জানুয়ারি) সকালে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতাহার উদ্দিন মিলনায়তনে আয়োজিত জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় এই দাবি করা হয়।

সভায় পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের পটুয়াখালী জেলা সভাপতি অ্যাডভোকেট গোলাম সরোয়ার তার লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সাংবিধানিক নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সানে আইন প্রবর্তন করে ২০০৯ সালে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে প্রশাসনিক একাংশ উপজেলা পরিষদ প্রবর্তন করেন। যা আরো কার্যকর করতে ২০১১ সালে উপজেলা পরিষদ আইনকে সংশোধন করা হয়। তৃতীয় তফসিল দ্বারা ১৭ বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও তাদের কার্যাবলী উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করেন। এজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, প্রজাতন্ত্রের মালিক জনগণ যা নিশ্চিত হবে প্রতি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয় শাসন ব্যবস্থার মাধ্যমে। কিন্তু কতিপয় কর্মকর্তার নেতিবাচক মনোভাবে তা বিঘ্নিত হচ্ছে। এ যেন জনপ্রতিনিধি বিহীন জনপ্রশাসন প্রতিষ্ঠা এবং পাকিস্তানিরা যেরূপ বাঙালির শাসন মেনে নিতে পারে নাই, তেমনি জনপ্রতিনিধির শাসন মেনে না নিতে পারার কতিপয় কর্মকর্তাদের অনীহা ও ষড়যন্ত্র।

বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিকীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং  দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন আর রশিদ, দশমিনা উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজ, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুল আহসান, বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার জহির উদ্দিন আহমেদ, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।