রাঙামাটি: রাঙামাটির বিলাইছড়িতে অস্ত্র ও গোলাবারুদসহ ৭ জনকে আটক করেছে যৌথবাহিনী।
রোববার (১৭ জানুয়ারি) রাতে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নতুন পাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— বীর বাহাদুর ত্রিপুরা (২৬), চাইল ত্রিপুরা (৬০), বলিরাম ত্রিপুরা (৪৮), বীর মণি ত্রিপুরা (৪৫), বিষ্ণুমণি ত্রিপুরা (৪৪), লক্ষণ ত্রিপুরা (৩০) ও জীবন ত্রিপুরা (২৬)।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. নুরুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নতুন পাড়ায় যৌথবাহিনী অভিযানে নামে। অভিযানে ছয়টি একনলা বন্দুক, ২টি ছুরি ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়।
বিলাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানিয়েছেন, ফারুয়া ইউনিয়নে শনিবার রাত থেকে অভিযান চালিয়ে রোববার ১৭ জানুয়ারি সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
আটকদের বিরুদ্ধে বিলাইছড়ি থানা পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা ও একটি বিস্ফোরক দ্রব্য মামলা দায়ের করেছে। সোমবার তাদের রাঙামাটি আদালতে পাঠোনো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এমজেএফ