ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু ফেরি চলাচল শুরু। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মাঝ পদ্মা নদীতে কুয়াশার ঘনত্বের কারণে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন  (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিসি আরিচা ঘাট শাখার ডিজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন , রোববার (১৭ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মাঝ পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সোমবার সকাল ১০টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  

তিনি বলেন, মাঝ পদ্মা নদীতে নোঙর করে আটকে থাকা তিনটি ফেরি তীরে এসে পৌঁছেছে। প্রায় সাড়ে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের সারি দীর্ঘ হয়েছে। আর এ সব অপেক্ষমান যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী নৌপথ পার করা হবে।

** পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।