ঢাকা: রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে চীনের মধ্যস্থতায় আগামী মঙ্গলবার (১৯ জানুয়ারি) ত্রিপক্ষীয় বৈঠক শুরু হচ্ছে। বাংলাদেশ, মিয়ানমার ও চীনের প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেবেন।
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মঙ্গলবারের এ ভার্চ্যুয়াল বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার লুও ঝাওহুই ও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব আই চান।
সূত্র জানায়, রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় এবার চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় এ বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। রাখাইনে গ্রামভিত্তিক রোহিঙ্গাদের পাঠানোর জন্য বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হতে পারে। সেখানে সব এলাকার রোহিঙ্গাদের না পাঠিয়ে ধীরে ধীরে গ্রামভিত্তিক রোহিঙ্গাদের পাঠানোর উদ্যোগ নিলে সেটা প্রকৃতপক্ষে সুফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
টিআর/আরবি