ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলায় একযোগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) কিশোরগঞ্জের ১৩ উপজেলার ১৩টি ট্র্যাকে ৪টি ক্যাটেগরিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন’ জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী।

এদিন সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন ২০২১’ এর উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ, ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিজানুর রহমান মিজান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর শাদমান সিপার ওসান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এহসানুল হকসহ অন্যরা।  

ম্যারাথন উদ্বোধন শেষে অতিথিার গরীব, অসহায়, ছিন্নমূল, এতিম শিশুদের মধ্যে ত্রাণ ও শীতবস্ত্র এবং খেলোয়াড়দের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।