ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
মানিকগঞ্জে পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ২ প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় পুলিশ পরিচয়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের দায়ে দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পারভেজ আহমেদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ওই যুবকরা।

এর আগে রোববার বিকেলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মাগুরা সদর উপজেলার বারইখালী গ্রামের সোলাইমান ইসলাম রাজু (৩৫) ও একই উপজেলার সিরিজদিয়া গ্রামের কামরুল শেখ (৩৫)। ঢাকার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তারা।

মামলার তদন্ত কর্মকর্তা সিঙ্গাইর থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় পুলিশের পোশাক পড়ে তিন প্রতারক সিঙ্গাইরের চর আজিমপুর গ্রামে নজরুল ইসলামের বাড়িতে যান। এ সময় তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যান।  

মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর হাবিবুল্লাহ সরকার বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।