বরিশাল: বরিশালে বাস শ্রমিককে মারধরের ঘটনায় এবার বন্ধ করে দেওয়া হয়েছে বরিশাল নদী বন্দর থেকে ঢাকাগামী লঞ্চের যাত্রা।
এর আগে শ্রমিককে মারধরের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বরিশালের নথুল্লাবাদ ও রুপাতলী বাস টার্মিনালে সড়ক অবরোধ করেছে মালিক-শ্রমিকরা।
মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নেতা পরিমল চন্দ্র দাস জানান, শ্রমিক নেতাকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতার করার দাবিতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
নদী বন্দর সূত্রে জানা গেছে, বরিশাল থেকে আজ রাত ৯টার দিকে অ্যাডভেঞ্চার-৯, পারাবত-১০, ১২, কুয়াকাটা-২, সুন্দরবন-১১ ও সুরভী- ৯ লঞ্চ যাত্রীদের নিয়ে রওয়ানা দেওয়ার কথা ছিলো। এসব লঞ্চে রাজধানীমুখী কয়েক হাজার যাত্রী রয়েছে।
বরিশাল সদর নৌ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, লঞ্চগুলো যাত্রীদের নিয়েই ঘাটে অবস্থান করছে। তবে কি কারণে লঞ্চগুলো সময় হওয়ার পরেও ঘাট ত্যাগ করছে না সে বিষয়ে সুনির্দিষ্ট কেউ কিছু জানায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এমএস/আরএ