ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবশেষে সেই গৃহকর্মী রেখা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
অবশেষে সেই গৃহকর্মী রেখা গ্রেফতার

ঠাকুরগাঁও:  রাজধানীর মালিবাগে বাসার মালিককে নির্যাতন করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে আসা সেই গৃহকর্মী রেখা আক্তার (২৮)  আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর গ্রামের মামার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সেই সঙ্গে লুট করা স্বর্ণালংকার, মােবাইল ও নগদ টাকাও উদ্ধার করা হয়।

গৃহকর্মী রেখা মামার বাড়িতেই আত্মগােপনে ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বড়পলাশবাড়ী গ্রামে।

রেখার প্রতিবেশীরা জানায়, তার তিন বিয়ে। সর্বশেষ স্বামীর নাম সুমন। তার বাবার নাম আফা হােসেন (হাবা)। গেল কয়েক বছর তারা সপরিবারে ঢাকাতেই অবস্থান করছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদ ইকবাল বাংলানিউজকে জানান, কিছুদিন আগে রেখা বাড়ি আসে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গত সােমবার (১৮ জানুয়ারি) সকাল রাজধানীর মালিবাগে একটি বাসার গৃহকর্ত্রী বিলকিস বেগমকে নির্যাতন করে বাড়ির স্বর্ণালংকার, মােবাইল, টিভি ও নগদ টাকা নিয়ে পালিয়ে আসে যান রেখা আক্তার। পরে সেই খবর দেশের
বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও গণমাধ্যমে প্রকাশের পর নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে রেখাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।