ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আদাবরে পোশাক শ্রমিক খুন, ছিনতাইয়ের শিকার কিনা তদন্ত করছে পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আদাবরে পোশাক শ্রমিক খুন, ছিনতাইয়ের শিকার কিনা তদন্ত করছে পুলিশ প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক নাজমুল হক (২৮) ছিনতাইকারিদের ছুরিকাঘাতে মারা গেছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে আদাবর থানার (এসআই) নওশেদ আলী বাংলানিউজকে জানান, কারা তাকে হত্যা করেছে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতের মানিবাগ পাওয়া গেলেও তার ব্যবহৃত মোবাইল পাওয়া যায়নি।

নিহত নাজমুল দুই শিশু সন্তানের বাবা। স্ত্রী-সন্তানদের নিয়ে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান পাশে মিনা হাইজিং এলাকায় থাকতেন। আদাবর এলাকায় একটি গার্মেন্টস এ সুপার ভাইজার ছিলেন।

জানা যায়, শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পোশাক কারখানা থেকে ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে আদাবর বেড়িবাঁধ এলাকায় এলোপাথারি ছুরিকাঘাতে আহত হন নাজমুল। পরে তাকে রক্তাক্ত অবস্থায় সোহরায়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ‍মৃত ঘোষণা করেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুজ্জামান বাংলানিউজকে জানান, নিহতের সঙ্গে কারো দ্বন্দ্ব ছিল না বলে পরিবার জানিয়েছে। পূর্বের কোনো দ্বন্দ্ব নাকি ছিনতাইকারির ছুরিকাঘাতে মারা গেছে নাজমুল তা তদন্তে পরে জানা যাবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

হাসপাতালের মর্গের একটি সুত্র বিকাল পৌনে ৪টার দিকে জানান, নিহতর ময়নাতদন্ত এখনও হয়নি। পুলিশ সুরতহাল জমা দিলেই ময়নাদন্ত কাজ শুরু করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ