ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নকল স্ট্যাম্পসহ রংপুর ডিসি অফিসের নৈশপ্রহরী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
নকল স্ট্যাম্পসহ রংপুর ডিসি অফিসের নৈশপ্রহরী আটক

রংপুর: রংপুর বিপুল সংখ্যক নকল রেভিনিউ স্ট্যাম্পসহ হাসানুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। হাসানুর রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নৈশপ্রহরী।

তিনি মুনশিপাড়ার মোসলেম উদ্দীনের ছেলে।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুর বিআরটিএ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।  

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে রোববার বিআরটিএ কার্যালয়ে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে বিআরটিএ অফিসের সামনের চায়ের দোকানে জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রি করার সময় হাসানুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছে ১০ টাকা মূল্যমানের ১৬০০ পিস জাল স্ট্যাম্প পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ