বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৫৬ লাখ ৬০ হাজার টাকার মূল্যে বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৩১ জানুয়ারি) সকালে বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
৪৯ বিজিবির বেনাপোল সদর সদর কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধ ভাবে আনা বিভিন্ন প্রকার পণ্য নিয়ে বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি থ্রিপিসসহ বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ৫৬ লাখ ৬০ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
কেএআর