শেরপুর: শেরপুরে ট্রাকের চাপায় অটোরিকশার আহত আরো এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়ালো।
রোববার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নালিতাবাড়ী উপজেলার চাঁদগাঁও এলাকার কেতু মিয়ার ছেলে লাল মিয়ার (৩৫) মৃত্যু হয়।
এর আগে নালিতাবাড়ীর চাঁদগাঁও তিনঘরিয়া এলাকার তায়েব আলীর ছেলে সেলিম মিয়া (২৫), নলজোড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম (৩০), অটোরিকশাচালক বন্দধারা গ্রামের ইউসুফ আলীর ছেলে জোবেদ আলী (২৫) ও তিনানী ঘুটুরাপাড়া গ্রামের আব্দুল হাই এর ছেলে আব্দুল মান্নান (৫৮) নিহত হন।
নিহত রোকসানার শিশুকন্যা আহত রুমি বেগম (৭) জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হতাহতরা সবাই নালিতাবাড়ীর নন্নী এলাকা থেকে অটোরিকশায় করে শেরপুরে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকা থেকে একটি অটোরিকশা শেরপুর যাচ্ছিল। পথে সকাল ৯টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অটোরিকশাচালকসহ তিন জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারীসহ দুই জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা হতাহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। এ দুর্ঘটনায় অটোরিকশাচালক ও এক নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
** শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আরএ