নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার প্রধান ফটকের সামনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া প্রাইভেটকারটি চুরি করে পালাতে না পেরে থানার সামনে ফেলে রেখে চোর পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৩১ জানুয়ারি) প্রাইভেটকারটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এর আগে শনিবার (৩০ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে খয়েরি রংয়ের প্রাইভেটকারটি কে বা কারা থানা গেটে ফেলে রেখে যায়। পরে পুলিশ দুপুর ১২টার দিকে প্রাইভেটকরাটি তাদের হেফাজতে নেয়।
ফতুল্লা থানা গেটের এক দোকানির বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে লম্বা করে ফর্সা এক যুবক প্রাইভেটকারটি ফতুল্লা থানা গেটে নিয়ে আসে। প্রাইভেটকারের চালকের আসনে বসা যুবকটি প্রাইভেটকার থেকে নেমে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ দুপুরের দিকে প্রাইভেটকারটি নিয়ে যায়। প্রাইভেটকারটির চারটি দরজা খোলা ছিল এবং চালকের আসনের দরজার লকটি ভাঙা ছিল বলে প্রত্যক্ষ্যদর্শীরা জানান।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রওশন ফেরদাউস জানান, খোঁজ নিয়ে জানা যায় প্রাইভেটকারটি জেলা পরিষদের পাশে কামালের গ্যারেজ থেকে চুরি হয়। নারায়ণগঞ্জের বাসিন্দা মিঠু নামে এক ব্যক্তি গাড়ি চুরির ঘটনায় ফতুল্লা থানায় জিডি করেন। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে মালিককে রোববার গাড়িটি বুঝিয়ে দেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গাড়িটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত গাড়িটি চুরি হয়েছিল। চোরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আরবি