বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় জমিতে মাটি কাটার সময় প্রায় ২০ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কুশাবাড়ী এলাকায় নাগননদের পাশে আবুল হোসেনের জমিতে মাটি কাটার সময় মূর্তিটি পাওয়া যায়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বাংলানিউজকে জানান, কুন্দগ্রাম ইউনিয়নের কুশাবাড়ী গ্রামের কৃষক আবুল হোসেন নাগরনদের পাশে তার জমিতে মাটি কাটা শুরু করেন। দুপুরে মাটি কাটার সময় একটি কালো পাথরের বিষ্ণুমূর্তির সন্ধান পান। এ সময় স্থানীয়রা থানায় খবর দিলে মূর্তিটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। প্রায় ২০ কেজি ওজনের তিন ফুট চার ইঞ্চি দৈর্ঘ্য ও এক ফুট সাত ইঞ্চি প্রস্থ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের কালো পাথরের বিষ্ণু মূর্তি। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
কেইউএ/আরআইএস