ঠাকুরগাঁও: ক্যানসারে আক্রান্ত হয়ে অকালে ঝরে যেতে বসেছে নিষ্পাপ একটি প্রাণ। পরিবারের লোকজনের যথেষ্ট ইচ্ছা থাকার পরেও তাকে সুস্থ করে তুলতে পারছে না, কারণ দিলশাদের চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন।
ঠাকুরগাঁও পৌর শহরের হরিহরপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ দিলশাদ রহমান (৩০) রেকটাম ক্যানসারে আক্রান্ত। তিনি ওই এলাকার একেএম রেজাউর রহমানের ছেলে।
গত বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নিয়ে অপারেশন করা হয় দিলশাদের। কিন্তু কিছুদিন পরে চিকিৎসকরা জানান ক্যানসারের জীবাণু পুরোপুরি নিশ্চিহ্ন না হওয়ায় জরুরি ভিত্তিতে রেডিয়েশন ও কেমোথেরাপি দেওয়া প্রয়োজন। ইতোপূর্বেই পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও পরিচিত মানুষজনদের আর্থিক সহযোগিতায় তাকে ভারতে নিয়ে যাওয়া সম্ভব হলেও বর্তমানে তার রেডিয়েশন ও কেমোথেরাপির জন্য প্রায় ২৫-৩০ লাখ টাকার প্রয়োজন যা পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। বর্তমানে তার চিকিৎসা করাতে গিয়ে পরিবারের লোকজন নিঃস্ব প্রায়।
তাই সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সহযোগিতার জন্য আকুল আবেদন জানিয়েছেন দিলশাদের পরিবার। ব্যাংকের মাধ্যমে ও বিকাশের মাধ্যমে আর্থিক সহযোগিতা পাঠানো যাবে।
আর্থিক সাহায্য পাঠানো যাবে- একেএম রেজাউর রহমান, সোনালী ব্যাংক লিমিটেডের ঠাকুরগাঁও সুগার মিলস শাখার হিসাব নং-১৯১৯১০০০০০১৯৬।
এছাড়াও তার বিকাশ নং-০১৭১৫-৭১৭৭২০ তেও আর্থিক সহযোগিতা পাঠানো যাবে। সবার সহযোগিতায় বাঁচতে পারে একটি নিষ্পাপ প্রাণ।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আরএ