ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (৩১ জানুয়ারি) বিকেলে শৈলকুপার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, বগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিমুলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় শিমুলের এক সমর্থককে মারধর করে নজরুল ইসলামের লোকজন। এ নিয়ে রোববার বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আরএ