ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহী-চট্টগ্রাম বিভাগের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
রাজশাহী-চট্টগ্রাম বিভাগের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু

ঢাকা: রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) রাতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের (রংপুর, বগুড়া, ঠাকুরগাঁও, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) চালু রয়েছে। সেখানে ভিসা আবেদন (ট্যুরিস্ট ভিসা ব্যতীত) গ্রহণ করা হচ্ছে, যা কোভিড-১৯ এর কারণে বন্ধ ছিল।

এছাড়াও সারা দেশজুড়েই আইভিএসি এখন চালু রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।