ঢাকা: মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শাসক দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘ। সোমবার (১ ফেব্রুয়ারি) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতি জানান, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শাসক দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন। তিনি একই সঙ্গে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। মিয়ানমারের জনগণের প্রতি সম্মান দেখাতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনীর এক ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ নেতাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
টিআর/এসআই