সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় সন্ত্রাসীদের হামলায় একটি পোশাক কারখানার মালিকসহ দুই শ্রমিক নেতা আহত হয়েছেন।
সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ায় থানায় এ বিষয়ে একটি অভিযোগ করে ভুক্তোভোগীরা।
এর আগে, রোববার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জেএইচএম নিটওয়্যার লিমিটেড কারখানায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- জেএইচএম নিটওয়্যার লিমিটেড মালিক মনির হোসেন (৪৩), ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাসের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জুলহাস (৩৩) ও যুগ্ম সাধারণ সম্পাদক মামুন (২৩)।
অভিযুক্তরা হলেন- নাজমুল (২০), সুমন (১৯), আরিফুল (২১) ও নোমান (২২)।
অভিযোগ সূত্রে জানা যায়, সেই কারখানা হতে ছাঁটাই হওয়া চারজন অপারেটরের পাওনা পরিশোধ না করায় তারা কারখানার মালিকের উপর ক্ষিপ্ত হয়ে মালিককে মারার উদ্দেশে নাজমুল, সুমন, আরিফুর ও নোমানসহ আরও অজ্ঞাত ১০-১৫ জন বহিরাগত ছেলেসহ লাঠিসোটা নিয়ে কারখানা প্রবেশ করে। এ সময় ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাসের আহত দুইজন শ্রমিকনেতা আগে থেকেই কারখানায় মালিকের সঙ্গে অবস্থান করছিল। কারখানার মালিকের সঙ্গে বহিরাগতদের বাকবিতণ্ডার একপর্যায়ে ফেডারেশন নেতা মামুন ও জুলহাস থামাতে আসলে তারা তাদের রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তারা কারখানার সিসিটিভি ও মনিটর ভাঙচুর করে চলে যায়।
জেএইচএম নিটওয়্যার লিমিটেড কারখানায় মালিক মনির হোসেন বাংলানিউজকে বলেন, কাল দুপুরে হাঠাৎ করে ৪-৫ জন শ্রমিক চলে যায়। পরে রাতে আমি কারখানার ভেতরে কথা বলছিলাম শ্রমিক নেতাদের সঙ্গে এসময় তারা আমার ওপর হামলা করে। শ্রমিক নেতারা আটকাতে এলে তাদের উপর হামলা করে তারা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বাংলানিউজকে বলেন, আমরা কারখানাটি পরিদর্শন করতে যাচ্ছি। এ নিয়ে একটি অভিযোগও পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এনটি