ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
বরগুনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ওলিউল্লাহ

বরগুনা: বরগুনার আমতলীতে স্ত্রী রাবেয়া বেগমকে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগে ওলিউল্লাহ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে আমতলী থানা পুলিশ।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

রাবেয়া বেগম উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা এলাকার আবদুল আজিজ মোল্লার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুলিশাখালী এলাকার মো. ছাত্তারের ছেলে ওলিউল্লাহ তার স্ত্রী রাবেয়া বেগমকে নিয়ে প্রায় ১০ বছর থেকে আমতলী পৌরসভার ১ নম্বর ওয়াডে বসবাস করতেন। পারিবারিক কলহের কারণে প্রায়ই  স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। সোমবার সকালেও তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওলিউল্লাহ ক্ষিপ্ত হয়ে লোহার এঙ্গেল দিয়ে রাবেয়াকে বেদম পেটায়। এতে জ্ঞান হারিয়ে ফেলেন রাবেয়া।  

স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে তাকে মৃত দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পরেই ওলিউল্লাহকে আটক করে পুলিশ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ওলিউল্লাহকে আটক করা হয়েছে। তদন্ত চলমান আছে পরবর্তীতে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।