ঢাকা: বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) ধীরেন্দ্রনাথ মজুমদারকে।
সোমবার (১ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সুরাইয়া আখতার জাহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো)/(সিইএসএন্ডটি), বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকা, রেলওয়ের মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হলো।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী নিয়োগের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
জেইউ/টিসি