সাতক্ষীরা: ভারত থেকে অবৈধভাবে দেশে আনার পথে সাতক্ষীরা সীমান্তে ১৪৮টি ডায়মন্ডের আংটিসহ রেবেকা বেগম (৪২) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সদর উপজেলার ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক মো. ওয়াহিদ হোসেনের নেতৃত্বে লক্ষ্মীদাড়ী বেড়িবাঁধের উপর বেলালের বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪৮টি (বড় ৫৪টি ও ছোট ৯৪টি) ডায়মন্ডের আংটিসহ লক্ষ্মীদাড়ী গ্রামের সাহেব আলীর স্ত্রী রেবেকা বেগমকে আটক করা হয়। আটক ডায়মন্ডের আংটির মূল্য ১ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ও পলাতক আসামিদের জিজ্ঞাসাবাদ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
আরএ